অন্যান্যজাতীয়

নান্দাইলে নিরীহ কৃষক পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা ॥

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের নিরীহ কৃষক শামছুদ্দিনের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ জোর পূর্বক কৃষকের জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শারীরিক ও মানসিক নির্যাতন সহ খুন জখমের হুমকী দিয়ে আসছে বলে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন, জসিম উদ্দিনের পুত্র কামাল মিয়া ও বাবুল মিয়া এবং মৃত আব্দুল ছমেদের পুত্র আ: রহমান, আব্দুল মান্নান মিয়ার পুত্র ইমরান ও নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে কোন সুরাহা না পেয়ে নিরীহ কৃষক শামছুদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, উল্লেখিত ব্যক্তিরা কৃষক শামছুদ্দিনের ভাতিজা ও প্রতিবেশী স্বজন। তাদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। শামছুদ্দিন জানান, তাঁর ২৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি প্রায় ৫০ বৎসর পূর্বে ভাগ বন্টন করে ভোগ দখল করিয়া আসছে। কিন্তু তাঁর ভাতিজা বিল্লাল হোসেন গত ৩ বৎসর পূর্বে তাহার ব্যক্তিগত সুবিধার্থে পুনরায় ভাগ বন্টনের নামে জোরপূর্বক শামছুদ্দিনের জমি দখলে নেওয়ার জোর পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে শামছুদ্দিন বলেন, উল্লেখিত ব্যক্তিরা কিছুদিন পূর্বে আমার স্ত্রীকে অজ্ঞান করিয়া বসত ঘরের নগদ টাকা সহ মালামাল চুরি করে নিয়ে যায়। যা এলাকায় জনশ্রুতি রয়েছে। বর্তমানে তারা আমার জমি জোরদখলে নিয়ে ভিটেমাটি ছাড়ার পায়তারা করছে। তারা আমার বসতঘর ভাংচুর সহ বাশেঁর ঝাড় কেটে নিয়ে গেছে। আমি তাদের হাত থেকে রেহাই সহ পুলিশ প্রশাসনের সুবিচার প্রার্থনা করছি।

অপরদিকে ভাতিজা বিল্লাল হোসেন বলেন, শামছুদ্দিন আমার চাচা। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সম্পত্তি ঠিকমত বন্টন করে দেয়নি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।