অন্যান্য

নান্দাইলে প্রবল বর্ষণে দ্বিখন্ডিত হলো সড়ক: যোগযোগ বিছিন্ন জনগণের ভোগান্তি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদমাঠ সংলগ্ন মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বিশাল অংশ ভেঙ্গে গিয়ে সড়কটি দ্বিখন্ডিত হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনবাপী প্রবণ বর্ষণে রাস্তার পাশের মাটি সরে গিয়ে এক পর্যায়ে রাস্তাটিতে ফাটল ধরে। তবে বৃষ্টির পানিতে রাস্তার নীচের মাটি সরে গিয়ে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয় এবং রাস্তাটির যোগাযোগ বিছিন্ন হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে সকল যানবাহন যাত্রীর জন্য অপো করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ
পাড়ি দিয়ে এসে যানবাহনে আরোহণ করছেন যাত্রী সাধারণ। অটোরিকশা চালক কফিল,বাবুল ও জুয়েল বলেন, সড়ক ভাইঙ্গা যাওয়ায় আমরা গাড়ি লইয়া দেওয়ানগঞ্জ বাজারে যাইতে পারিনা। যাত্রীরা অনেক কষ্ট করতাছে। পথচারী আল মামুন,রিয়াদসহ আরো অনেকে বলেন, সড়ক ভেঙে নদীতে গিয়ে পড়েছে। ফলে দুইপারের যোগাযোগ রীতিমত বন্ধ রয়েছে। তাই আমরা খুব তাড়াতাড়ি রাস্তাটি মেরামতের
দাবি জানাচ্ছি।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া জানান,গাজীপুর থেকে হোসেনপুর সড়কের প্রায় ১০ থেকে ১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। আজ রাতের মধ্যেই আমরা
দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *