নান্দাইলে বিগ্রেডিয়ার শামস ও সাবেক পৌরমেয়র পিকুলের নেতৃত্বে বিএনপি’র বিজয় মিছিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিগ্রেডিয়ার অব:শামসুল ইসলাম শামস সূর্য্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, ময়নসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এ.এফ.আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিএনপি’র বিজয় উৎসব মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এছাড়া নান্দাইল উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বিজয় মিছিল সহকারের সমবেত হয়।
পরে ১১ টায় এক বিশাল বিজয় উৎসব মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মিছিল ও আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বিগ্রেডিয়ার অব: শামসুল ইসলাম শামস সূর্য্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।