জাতীয়

নান্দাইলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহে নান্দাইলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার পরিষদের হলরুমে “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঞা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুস ছালাম,উপজো মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন, আচারগাঁও ফাজিল মাদ্রাসার সুপার আব্দুল হাই, ঘোষপালা ফাজিল মাদ্রাসার সুপার এনামুল হক সহ প্রমুখ।

শিক্ষক নেতারা বিশ্ব শিক্ষক দিবসে সম্মৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য বলে জানান। সেই সাথে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।