অন্যান্যরাজনীতি

নৈরাজ্য শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবেনা

এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল:

বিএনপি-জামায়াত নৈরাজ্য করে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তাদের সকল নৈরাজ্য ঠেকাতে শেখ হাসিনার কর্মীরা রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা রুখতে চায় তাদেরকে জনগণ প্রতিহত করবে বলে জানান বক্তারা।

বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের ডাকা তৃত্বীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ত্রিশালে অবরোধ পালনে তেমন তৎপরতার দেখা মেলেনি। তবে মোটরসাইকেল মহড়ার মাধ্যমে রাজপথ দখলে রাখে আওয়ামী লীগ। ৯ নভেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে।

প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অংশে শোডাউন করেন নেতাকর্মীরা। মোটর শোভাযাত্রাটি পৌর শহরের লেকেরপাড় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ পৌস শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লেকেরপাড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মীর সালমা বেগম, কাঠাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মীর সারোয়ার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমূখ।

এসময় ইকবাল হোসেন বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সারা বিশ্বে আজ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিন এশিয়ার প্রথম টানেল, মেট্রোরেল পদ্ধা সেতু দেখে বিএনপি জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আবার জালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অপতৎপরতা রুখতে আমরা রাজপথে সর্বদায় প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *