জাতীয়

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার  কৃষিবিদ সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, নজিপুর ইউপি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মিন্টু, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।