পন্ডিত বিরজু মহারাজ দ্বাদশ কত্থক নৃত্য উৎসব আজ ময়মনসিংহে
শহর প্রতিনিধি ঃ কত্থক নৃত্য সম্প্রদায় ঢাকা এর আয়োজনে, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিভাগীয় শহর গুলোতে “পন্ডিত বিরজু মহারাজ দ্বাদশ কত্থক নৃত্য উৎসব ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় একাডেমি অব ফাইন আর্টস ময়মনসিংহ এর সহযোগিতায় ময়মনসিংহে আজ ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৬.০৫ মিনিটে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এ মনোমুগ্ধকর উচ্চাঁঙ্গ কত্থক নৃত্য সন্ধা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি ময়মনসিংহের প্রখ্যাত নৃত্য গুরু প্রয়াত ওস্তাদ ইউনুস আহমেদ বাবলুকে উৎসর্গ করা হয়েছে।
নৃত্য পরিবেশনা করবেন ঢাকা থেকে আগত
কত্থক নৃত্য সম্প্রদায়, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের স্হানীয় নৃত্য সংগঠন গুলো।