পিতার কাছে মায়ের স্বীকৃতির দাবিতে ছেলের সংবাদ সম্মেলন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পিতৃ পরিচয় ফিরে পেতে চান সন্তান মো. রমজান মিয়া। মাকে নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারের কাছে সালিশ দরবার ঘুরেও সমাধান না পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করে দুই ভাইয়ের পিতৃ পরিচয় ও পিতার কাছে মায়ের স্বীকৃতি চান সন্তান।
লিখিত বক্তব্যে মো. রমজান মিয়া জানান- ২৬ বছর আগে ১৯৯৮ সালে উপজেলার ভাটি সাভার গ্রামের তারা মিয়ার পুত্র মো. খাইরুল ইসলামের সঙ্গে একই গ্রামের জহিরুল ইসলাম কন্যা কল্পনা আক্তারের পারিবারিক সম্মতি দিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রী মিলে গাজীপুর এলাকায় বসবাস করতেন। ২০০১ সালে প্রথম সন্তান আমার জন্ম হয়,পরবর্তীতে ২০২১ সালে আমার ছোট ভাই উসমানের জন্ম হলে গাজীপুর থেকে বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর থেকে আমার চাচা রুবেল মিয়া ও বাবা খাইরুল ইসলাম আমার মা কল্পনা আক্তারকে বিভিন্ন ভাবে শারিরিক ও নির্যাতন করে। এক পর্যায়ে বাবাকে অন্যত্র বিয়ে করিয়ে দেন। সে থেকে আমার দুই ভাই ও মাকে দেখাশোনা বন্ধ করে দেন আমার বাবা। বাবার দ্বিতীয় বিয়ের পর আমাকেসহ আমার ছোট ভাই ও মাকে তাড়িয়ে দেন। বিগত ৩ বছর ধরে মাকে নিয়ে নানার বাড়িতে অবস্থান করে মানবেতর জীবন যাবন করছে বলে জানান। এ অবস্থায় পিতৃ পরিচয় ও মায়ের স্বীকৃতি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন- রমজান মিয়ার মা কল্পনা আক্তার, নানা, জহিরুল ইসলাম, মামা সোহেল মিয়া,ছোট ভাই উসমান সহ প্রমুখ। এ নিয়ে গত ২০২২ সালের ১৬ আগষ্ট ময়মনসিংহ ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্পনা আক্তার।
তিনি জানান- ২৬ বছর আগে বিয়ে পরিবারর দুই ছেলে সন্তান জন্ম হয়েছে। সব ঠিক ঠাক ছিল তারপরেও দ্বিতীয় বিয়ে করে দুই ছেলে অস্বীকার করছে। আমি আমার সন্তানের পিতৃপরিচয় ফিরে পেতে চাই।
এ বিষয় জানতে চাইলে মো.খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইলে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।