অন্যান্য

পূর্বধলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও সম্মাননা প্রদান

শাখাওয়াত শিমুলঃ “ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় ধলা যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতরের দিন শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলনমেলাকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল মুক্তিযোদ্ধা, বরেণ্য শিক্ষাগুরু, সফল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, গ্রামীন খেলাধুলা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ ইত্যাদি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ পরিকল্পনা-১ বিভাগের যুগ্ম সচিব ড. শাহ হেলাল উদ্দীন। উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী মোঃ জায়েজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো: আব্দুল হাকিম, নেত্রকোনা জেলা আওয়ামীলীগ নেতা এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ৮নং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, এস.ও.এস বাংলাদেশ এর পরিচালক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী একেএম আজিজুর রহমান চন্দন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, হাজী আব্দুল খালেক, মো: জাকারিয়া, মো: হেলাল উদ্দিন ফকির, মো: সাদেকুল ইসলাম উজ্জল, আফসারী বেগম পান্না, আমিন শরীফ মানিক, আনোয়ার হোসেন তপছি, নাদিরা সুলতানা ঝর্না প্রমুখ। উদ্বোধনের পরপরই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সম্মাননা প্রদান স্মৃতিচারণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯জন সফল ব্যক্তিকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

স্মৃতি চারণ করতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক আহমদ হোসেন বলেন, ধলা যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি ডাঃ মিয়া শরীফ উদ্দিন। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এখানে লেখা পড়া করে শিক্ষার্থীরা দেশ বিদেশে গুরুত্ব পুর্ণ পদে আসীন থেকে এলাকার সুনাম বয়ে আনছে। প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া পারভীন খান মনি এমপি বলেন, এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অনেকেই সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মর্যাদার আসনে। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নতুন প্রজন্মকে তাদের যোগ্য উত্তরসুরী হিসেবে গড়ে উঠতে হবে।
যুগ্ম সচিব ড. শাহ হেলাল উদ্দীন বলেন, প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এ ধরনের আয়োজন নি:স্বন্দেহে একটি চমৎকার আয়োজন। এ আয়োজন সম্মানিত ব্যক্তিদের নতুনভাবে আবারও দৃশ্যপটে নিয়ে আসার ক্ষেত্র তৈরী করেছে। যা অগ্রজদের প্রতি অনুজদের স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে এবং এর মাধ্যমে অনুজদেরকে অগ্রজদের মত হবার বা তাঁদেরকে ছাড়িয়ে যাওয়ার তাগিদ যোগাবে।
সম্মানিত ব্যক্তিরা হলেন, ধলা যাত্রাবাড়ী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ মিয়া শরীফ উদ্দিন (মরনোত্তর), মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলাম (মরনোত্তর), ড. নূরুল ইসলাম মরনোত্তর, মোহাম্মদ আলী (মরনোত্তর), বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, প্রধান অতিথি জাকিয়া পারভীন খানম মনি এমপি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন মাস্টার, বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক নূর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক (মরনোত্তর), কুলসুম বেগম, সফল ব্যবসায়ী হাজী আব্দুল মালেক, শহীদ মুক্তিযোদ্ধা ফেরদৌস (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভুইয়া (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা শামছুল হক (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা গাজী সেকান্দর, সহকারী অধ্যাপক মোহা. মামুন অর রশীদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহা. হারুন অর রশীদ, মেডিকেল অফিসার ডা: সাদিয়া রহমান, উদীয়মান রাজনীতিবিদ মোঃ আজিজুল হক সোহেল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ মাসুদা সুলতানা রিপা, সফল কৃষক আব্দুল মালেক মঞ্জুল, মোঃ কাজিম উদ্দিন. কৃতি হাফেজ মোঃ বিল্লাল হোসেন, সফল উদ্যোক্তা আজহারুল ইসলাম সুমন। শেষে রেফেল ড্র ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *