পূর্বধলায় ২০পিচ ইয়াবাসহ আটক এক
শিমুল শাখাওয়াত: নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ এর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মোঃ আশরাফুল আলম(৩৩)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। যার ওজন ৩২গ্রাম মূল্য ৬০০০(ছয় হাজার)টাক।আটক আশরাফুল আলম উপজেলার সদর ইউনিয়নের দিগজান গ্রামের জনৈক আলাল উদ্দিনের মুদির দোকানের পাশে পাকাঁ রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- মোঃ আশরাফুল আলম নেত্রকোণার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোচাউড়া গ্রামের মোঃ শিহাব মিয়ার ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল আলম নামের একজনকে আটক করেন। পরে তাকে তল্লাশী করে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।