আন্তর্জাতিক

পূর্ব অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়বৃষ্টিতে সাতজনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় এলাকায় প্রচ- ঝড়ের আঘাতে সাতজন নিহত হয়েছে। গতকাল বুধবার উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া লোকজনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর এএফপির। সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে আঘাত হানছে শক্তিশালী ঝড়ঝাপটা। আর এতে তৈরি হচ্ছে আকস্মিক বন্যা। ঝড়ে বিদ্যুৎ সরবরাহের লাইন ছিঁড়ে যাচ্ছে, ঘটছে নৌকাডুবির ঘটনাও। এ ছাড়া গতকালের ঝড়ে ড্রেনে পানির তোড়ে ভেসে গেছেন এক নারী। দেশটির সরকারি আবহাওয়া ব্যুরো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কুইন্সল্যান্ড এখনও বিপজ্জনক মাত্রার ঝড়ের ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বন্যা, বিশালাকার শিলার পতন ও ধ্বংসাত্মক জোরালো বাতাসের বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া ব্যুরো। কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার উত্তরে গত মঙ্গলবার প্রত্যন্ত শহর জিম্পিতে বন্যার পানি বেড়ে গেলে ড্রেনে প্রচন্ড স্রোতে ভেসে যান তিনজন নারী। এদের মধ্যে একজনকে উদ্ধার করা গেছে, একজন মারা গেছেন এবং আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন।

কুইন্সল্যান্ড ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, উদ্ধারকর্মীরা দুর্যোগ কবলিত এলাকাগুলোতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ব্রিসবেনের কাছে সাগরে ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনায় ১১ জন ভেসে যায়। এ ঘটনায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজন ডুবে গেছেন, আর একজনকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া ব্রিসবেনের উপকণ্ঠে বন্যার পানির স্রোতে পড়ে হারিয়ে গেছে নয় বছর বয়সী একটি মেয়ে। পুলিশ জানায়, সেখানে ঝড়ের সময় গাছ চাপা পড়ে ৫৯ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে বুচান এলাকায় গত মঙ্গলবার রাতে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় ভেসে যাবার পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তা ছাড়া রাজ্যের কারিঙ্গাল এলাকায় গাছ চাপা পড়ে মারা গেছে এক ব্যক্তি।

এফএনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *