পূর্ব শত্রুতায় ছাত্রদল নেতাকে মারধর ও হত্যা চেষ্টা
ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আলমকে মারধর ও হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার গোস্তাবলী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত ছাত্রদল নেতা তোফায়েল আলমের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সোমাবার সকালে প্রতিবেশী শাহিনুর আলমের নেতৃত্বে ১৪ জনের একটি দল আমাদের বাড়ি ঘেরাও করে আমাকে এবং আমার ভাই তোফায়েল আলম সহ অন্যান্য ভাইদের হত্যা করার লক্ষ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় জড়িত অন্যরা হলেন, হারুন অর রশিদ,মানিক মিয়া, এস এমএম আমিনুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম,আজিজুল ইসলাম, মাহাবুব মিয়া,আহাদুল ইসলাম, সুমন মিয়া, রমজান আলী,মোকশিদুল হক, রহিমা খাতুন, নাজমা বেগম। এসময় তারা তোফায়েল আলমের মাথায় আঘাত করে পা ভেঙ্গে পেলে। আরও দুই ভাই ফজলুল হক এবং নজরুল ইসলাম তারাও গুরুতর আহত হয়।পরে অভিযুক্ত শাহিনুর আলম ও গংরা বাড়িঘরে প্রবেশ করে একলক্ষ টাকার মালামাল লোটপাট করে নিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত তোফায়েল আলম, ফজলুল হক এবং নজরুল ইসলামকে উদ্বার করে প্রথমে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তোফায়েলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।