অন্যান্যরাজনীতি

প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মনির উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকিতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা-মুৎসুদ্দিপুঁজি বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক,ভাষা আন্দোলন-নানকার প্রথা বিরোধী আন্দোলন-তেভাগা কৃষক আন্দোলন-চা শ্রমিক আন্দোলনসহ এতদ্বাঞ্চলের বিভিন্ন প্রগতিশীল এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি,সিলেট জেলার সাবেক পিপি,সিলেট ল’কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট মনির উদ্দিন আহমদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়।গতকাল দুপুর ২ ঘটিকার সময় হযরত শাহজালালস্থ কবরস্থানে শ্রদ্ধান্জলী অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহবায়ক এম এ সালাম, সদস্য শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সংগ্রামী সভাপতি ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক নাছির মিয়া সহ সংগঠনের বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মহান এই নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতাকর্মীরা তাঁর অসমাপ্ত কাজ সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার শপথ গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *