জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের ঈশা খাঁর জঙ্গলবাড়ি পরিদর্শন

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের ঈশা খাঁর জঙ্গলবাড়ি পরিদর্শন
৪-১৭
কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা আজ কিশোরগঞ্জ জেলার সংরক্ষিত পুরাকির্তী বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্বঅধিদপ্তরের লালবাগ জাদুঘরের কাস্টোডিয়ান মো: মোখলেছুর রহমান ভূঞা, ঢাকা বিভাগের আঞ্চরিক পরিচালক কার্যালয়ের সহকারী ইঞ্জিনিয়ার ইলিয়াছ, অফিস সহকারী মো: ইসমাঈল মিয়া, মো: শাকিল হাওলাদার, ঈশা খাঁর ১৫ তম পুরুষ দেওয়ান জামাল দাদ খান, বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী প্রমুখ।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত সংরক্ষিত প্রত্নতত্ত্বস্থল জঙ্গলবাড়ির বিভিন্ন পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন এবং জাদুঘর নির্মাণের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন করেন।

এর আগে ঈশা খার স্মৃতি বিজড়িত সংরক্ষিত প্রত্নতত্ত্বস্থল জঙ্গলবাড়ির প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন ক্যাম্পের সাইনবোর্ড স্থাপন করেন।এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।