প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার নামে প্রতারনার অভিযোগ হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোঃ বাবুল হোসেন ঃ মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চরবাঙ্গালিয়া মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা। মানববন্ধন চলাকালে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা।
মানববন্ধনে ভুক্তভোগী মানিক সিদ্দিকীসহ অন্যান্যরা জানান, প্রায় তিন বছর পূর্বে হালুয়াঘাট উত্তর বাজারের শা-আলমসহ একটি চক্র সাংবাদিক পরিচয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দিবেন এমন প্রতিশ্রুতি দিয়ে বালিচান্দা গ্রামের মানিক সিদ্দীকীর কাছ থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা আত্মসাৎ করেছেন। শুধুই মানিক সিদ্দীকী নয়, আরও অনেকের কাছ থেকেই প্রতারনা পূর্বক লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এ চক্রটি। অবশেষে প্রতারনা বুঝতে পেরে আদালতে শাহ-আলমকে প্রধান আসামী করে সাতজন, অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে নয়জন ভুক্তভোগী ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান মানববন্ধনকারীগণ ।