সাহিত্য ও দর্শন

প্রেম প্রকৃতি-সুলায়মান কবীর

প্রেম প্রকৃতি
সুলায়মান কবীর

কলকল রবেরবে
দেখো কে যায় গো?
ঐ দূর গাঁয়ে হায়
কে, সুর তুলে গায় গো?
কে গান গায় গো?
মন বলে ভাসি ভাসি
তারই সাথে নাচিনাচি,
আয় তোরা আয় গো,
ঐ দেখো কেহ বুঝি
যায় গো, যায় গো।