অন্যান্যজাতীয়

প্রেসক্লাব নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শুক্রবার (১৪ মার্চ) প্রেসক্লাব নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি দৈনিক কালবেলার প্রতিনিধি হাজী মো. হান্নান মাহমুদের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় ইফতার পূর্বক দোয়া মাহফিলে সাংবাদিকদের সহ দেশ ও জনগণের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব নান্দাইলের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুল মজিদ মোজাহিদী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, বিশেষ অতিথি হিসাবে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম প্রমুখ। এছাড়া অন্যান্যদের মাঝে প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান ফকির, সদস্য আবুল কাসেম লাভলু, এনামুল কাদির, সারোয়ার জাহান, প্রবাল মজুমদার, জালাল উদ্দিন মন্ডল, স্বপন কুমার সাহা, আকরাম হোসেন সহ প্রেসক্লাবের সদস্য ও সূধীজন উপস্থিত ছিলেন।