অন্যান্যঅর্থনীতিজাতীয়

ফুলপুরে ভারতীয় অবৈধ ৩০০ পিস কম্বল আটক

বিল্লাল হোসাইনঃ ফুলপুর থানায় সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ফুলপুর থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে গত ২৩ শে সেপ্টেম্বর সোমবার সকালে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোল চক্কর চেকপোষ্টে তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন কার্ভাড ভ্যান চেক করে ৩০০পিচ ভারতীয় নিষিদ্ধ কম্বলসহ গাড়ী আটক করে।

চোরাই মাল পাচারকারীর দুইজনকে আটক করে। আটকৃতরা হল তামীম হোসেন (২৪), পিতা- মৃত সোহেল হোসেন, মাতা- বিথী আক্তার, সাং-ভদ্রাসন বাজার, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ রাসেল মিয়া (২২), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- আছিয়া বেগম, সাং-ভাটিয়া মোড়লপাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে ময়মনসিংহ কোট হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা হয়। ফুলপুর থানার মামলা নং-২২ তারিখ-২৩/০৯/২০২৪খ্রিঃ আইনের ধারা-25B (1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু করা হয়।