ফুলপুরে ২৯ লক্ষ ৮৮ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাই জিরা উদ্ধার
বিল্লাল হোসাইনঃ ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কে গোপন সাংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে এসআই (নিঃ) মোঃ সবুজ মিয়া ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ রাত্রে রাত আনুমানিক ৪ ঘটিকার সময় পুরাতন শহীদ মিনার সংলগ্ন স্থানে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে। আটককৃত ট্র্যাকটি তল্লাশি করে ১৬৬ বস্তা ভারতীয় অবৈধ চুরাই জিরা উদ্ধার করে। যার ওজন ৪,৯৮০ কেজি যাহার আনুমানিক বাজার মুল্য ২৯ লাখ ৮৮ হাজার টাকা।
ভারতীয় চোরাই মাল পাচারকারী দুইজনকে আটক করে। আটককৃতরা হলো মমিন উল্লা মমিন (২৫), পিতাঃ মনসুর আলী,আকন পড়া, ইমন মিয়া (২১) পিতা মিলন মিয়া, জয় রামকুড়া, কে গ্রেফতার করিয়া ময়মনসিংহ কোট হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলপুর থানা একটি মামলা হয় মামলা নং-২৪, তারিখ- ২৪ তারিখঃ ২৪/০৯/২০২৪ ইং আইনের ধারা- 25B (1)(b)/ 25D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।
ফুলপুর থানার ওসি মোঃ আবদুল হাদি যোগদান করার দুই দিনে মধ্যে দুইটি সফল অভিযান করেন।