ফুলবাড়িয়াতে ছাত্রশিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও অর্থসহ কুরআন উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ শে মার্চ) ফুলবাড়িয়ার ভালুকজান এলাকার নোঙ্গর কমিউনিটি সেন্টারে কুরআন বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচ আর ডি সম্পাদক শরিফ মাহমুদ।
দুই সেশনে অনুষ্ঠিত প্রোগ্রামের প্রথম সেশনে বদর দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলার নায়েবে আমীর ও সাবেক ময়মনসিংহ জেলার সাবেক শিবির সভাপতি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম।
পরে দ্বিতীয় সেশনে কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ফখরুল ইসলাম, ময়মনসিংহ জেলা শিবির সভাপতি এমদাদুল হক, জেলা অফিস সম্পাদক জোবায়ের আল মাহমুদ, আনন্দ মোহন শিবিরের সাবেক সভাপতি মীর জাহিদ,এনামুল হক, ইসলামি ব্যাংক পি এল সির ফুলবাড়িয়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াকিল সহ উপজেলা শিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।