ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
আলএমরানঃ বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার কার্যকরী কমিটির সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসাইন, মুমিনুল ইসলাম হযরত, শামসুল হক চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।