ফুলবাড়ীয়ায় বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করার দাবীতে মানববন্ধন
আলএমরান:ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার লক্ষ্যে মঙ্গলবার সকালে ফুলবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাদ্রাসা সুপারগণ উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন করেছেন।
মানব বন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বরাবরে প্রদান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাঈদ মাস্টারের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমীন, আতিকুর রহমান খান, নিজাম উদ্দিন খান, দিদারুল ইসলাম মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মাখন মাস্টার বক্তব্য রখেন।