ফুলবাড়ীয়ায় বাকতা কাঁকড়াজান খালেের উপর ব্রীজ নির্মাণ জরুরী
ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের ২ গ্রামের শতশত মানুষ। বাকতা কাঁকড়াজান খালের উপর ব্রীজ না থাকায় নিশ্চিন্তপুর ও বাক্তা দক্ষিণপাড়ার মানুষ বিচ্ছিন্ন হয়েপড়েছে দীর্ঘদিন যাবৎ। এখানে একটি ব্রীজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের নিকট দাবি জানিয়ে আসছেন দুটি গ্রামের অসংখ্য ভোক্তভোগী মানুষ।
অপরদিকে এক সময় বাঁশের সাকোঁ উপর দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতেন এলাকার মানুষ,এখন তাও নেই। এখানে জরুরী ভিওিতে ব্রীজটি নির্মাণ করা হলে গ্রামের মানুষকে নিত্যদিন কৃষিপণ্য বিপণন, চিকিৎসা ও শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়ার সুবিধা হতো অনেকের। এই এলাকার শতাধিক স্কুল কলেজের ছাত্র-ছাত্রী কেশরগঞ্জ বাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে।
এখানে ব্রীজ নির্মিত হলে এ অঞ্চলের মানুষের শিক্ষার সুযোগ-সুবিধার পাশাপাশি অর্থনেতিক উন্নয়ন সহ অসহনীয় দুর্ভোগ কমবে বলে জানান স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।