অন্যান্যজাতীয়শিক্ষা ও সংস্কৃতিসাহিত্য ও দর্শন

ফেয়ার গণগ্রন্থাগারের আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুরে ফেয়ার গণগ্রন্থাগার পাঠাগারের আয়োজনে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাঠাগারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান শাহ আলম।

প্রধান আলোচক ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন। বিশেষ আলোচক ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক ও সদর শাখার সভাপতি মোঃ আমিনুল হক সাদী। বক্তব্য রাখেন জ্ঞানতীর্থ পাঠাগারের সভাপতি আলমগীর অলিক, মাও রুহুল আমিন । পাঠাগারের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পাঠাগারের সাধারণ সম্পাদিকা সাদিকা শিরিন,সমাজকর্মী এমদাদ উদ্দিন সবুজ প্রমুখ।

পরে প্রধান অতিথিসহ আতিথিবৃন্দ পাঠাগারটি পরিদর্শন করেন। এ সময় পাঠাগারের সভাপতি সম্পাদকসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।