খেলাধুলাজাতীয়

ফ্রেন্ডস এলিভেনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ক্রিড়া সংগঠন ফ্রেন্ডস এলিভেনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসার হলরুমে আলোচনা সভা এবং লিজেন্ড খেলোয়ার ও ক্রিড়া সংগঠক সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক হাবিব উল্লাহ হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান মানিক, ফ্রেন্ডস এলিভেনের প্রধান উপদেষ্টা নয়ন মন্ডল, ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেরিছ ঘাগ্র, কলসিন্দুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রুকনোজ্জামান রুবেল, বিএনপি নেতা খন্দকার আক্কাছ, মুন্সিরহাট ফাজিল মাদরাসার প্রভাষক রইছ উদ্দিন, ক্রিড়া সংগঠক দেলোয়ার হোসেন খান, তরুণ মাস্টার, শফিউল্লাহ সুমন প্রমুখ।

উল্লেখ্য উপজেলার ৮০ জন সাবেক বর্তমান লিজেন্ড খেলোয়ার এবং ক্রিড়া সংগঠককে সম্মাননা স্মারক দেওয়া হয়।