বগুড়ায় ইষ্টার্ন মোটর্স এর ব্রীজষ্টোন টায়ারের শো-রুম উদ্বোধন
ঢাকা প্রতিনিধি: উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর অঙ্গপ্রতিষ্ঠান ও দেশের শীর্ষস্থানীয় ও খ্যাতিসম্পন্ন বিশ্ব বিখ্যাত ব্রীজষ্টোন টায়ার এর বাংলাদেশে একমাত্র পরিবেশক ইষ্টার্ন মোটর্স লিমিটেড সুদীর্ঘ পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে অত্যন্ত সুনামের সহিত ব্রীজষ্ঠোন ব্রান্ডের টায়ার ও টিউব বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ই জানুয়ারি ২০২৫ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজিজ ম্যানশন, তিনমাথা, রেল গেট, বগুড়ায় ব্রীজটোন টায়রের শো-রুম ও আঞ্চলিক অফিস উদ্বোধন করেন।
উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর উপ ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এই বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এ সময় বগুড়া জোন এর ব্রীজষ্টোন টায়রের সম্মানীত ডিলার বৃন্দ, সনামধন্য প্রতিষ্ঠিত বাস-ট্রাক-কাভার্ড ভ্যান এর মালিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইষ্টার্ন মোটর্স এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান, আমন্ত্রিত সকল ডিলার ও অতিথিদের স্বাগতম জানান এবং বলেন আমরা সবসময় অমাদের গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিই এবং তা পূরনে সচেষ্ট থাকি। এখানে এক ছাদের নীচে ব্রীজষ্টোন টায়রের সবগুলো মডেল ডিসপ্লে থাকবে এবং ক্রেতারা তাদের পছন্দের মডেলটি ক্রয় করতে পারবে।