আন্তর্জাতিকজাতীয়

বঙ্গভবনের ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন ও ভোটার আইডি দেওয়া হবে

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে রাষ্ট্রকাঠামো আমুল পরিবর্তনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, গণমাধ্যম ও তথ্য প্রকাশের স্বাধীনতা এবং সকল মৌলিক অধিকারের নিশ্চয়তাসহ একটি সুশাসিত,দূর্নীতিমুক্ত ও অন্তভুক্তিমূলক গণতান্ত্রিক “নতুন বাংলাদেশ” বিনির্মাণ-ই সকল তথা সকল অংশীজনের মূল অভিষ্ট ও প্রাধান্য। এদেশের নগর দরিদ্ররা এখনও পর্যন্ত স্বাধীনতার ৫৩ বছর পরেও নাগরিক হিসাবে মর্যাদা ও রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত। নগরের এই নিম্ন আয়ের মানুষেরা বিশেষ করে পথবাসী,ঝুঁপড়িবাসী,বস্তিবাসী,দলিত,ক্যাম্পবাসী,তেলেগু,হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন পেশা ও অতি দরিদ্র বসতির মানুষ নগরের জনগণ ও সরকারকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এবং তারাই নগরের চালিকাশক্তি হয়েও রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত। যেমন- বসতি,ভোটাধিকার,জন্মনিবন্ধন,সামজিক সুরক্ষা সেবা, শিক্ষা,স্বাস্থ্য এবং নগর সেবা। নগরের এ বৃহৎ জনগোষ্ঠিকে বাদ দিয়ে টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্য মাত্রা অর্জন মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব কিনা তা রাষ্ট্রের কাছে প্রশ্ন ?

১০ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় বেরীবাধঁ মোহাম্মদপুরে র‌্যালী এবং বিকাল ৩ টায় রায়ের বাজার বধ্যভ’মি প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নগর দরিদ্য সংগঠনসমূহ ও কাপ’র আয়োজনে একটি র‌্যালী ও সামজিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রায় ২ হাজারের বেশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরদরিদ্র,পথবাসী ও বস্তিবাসী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের পক্ষ থেকে বস্তিবাসী অধিকার ও সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম রাফেজা, নগর দরিদ্র যুব ফেডারেশনের নেত্রী হেনা আক্তার রুপা এবং পথবাসী ও ঝঁপড়িবাসী সংগঠনের নেত্রী ময়না বেগম, ওয়েস্ট পিকার্স এ্যালায়েন্স এর সাধারণ সম্পাদক কুলসুম বেগম তাদের বক্তব্যে বঞ্চনা ও অধিকারের বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পাটির্র আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব:) আব্দুল ওহাব মিনার, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, নগরের অতি দরিদ্র জনগোষ্ঠির প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সাংস্কৃতিক প্রতিনিধি। অনুষ্ঠানটি কাপ’র নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সানইয়াত এর সভাপতিত্ব এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মো: মাহবুল হকের সঞ্চালনায় পরিচালিত হয়।

আমার বাংলাদেশ পাটির্র আহ¦ায়ক প্রফেসর ডা. মেজর (অব:) আব্দুল ওহাব মিনার, তার বক্তব্যে জানান -বিগত সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রান্তিক জনগোষ্ঠির জন্য কাজ করবে কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখেননি, তিনি ১০ টাকার চাল খাওয়ানোর কথা বলে ৮০ টাকার চাল কিনতে হয়েছে। আমি ভাবি একটা মানুষ বস্তিতে থাকে, রাস্তায় থাকে রাষ্ট্রের নীতি-নির্ধারকদের ঘুম আসে কিভাবে? র‌্যাবের ডিজি ও আইজি বেনজির যে টাকা আতœসাৎ করেছে তা দিয়ে বস্তিবাসীর আবাসন হয়ে যেত। কেউ আপনাদের দেবেনা অধিকার আদায় করে নিতে হবে।

ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ¦ায়ক আরিফুল ইসলাম আদীব বলেন- নি¤œ আয়ের মানুষ জুতা সেলাই করছে, শহর পরিস্কার করছে এই ধরনের বৈষম্য আমরা রাখতে চাইনা। সবার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। পথবাসী, ঝঁপড়িবাসী,ভাসমান বাংলাদেশের নাগরিক যাদের ঠিকানার কারণে জন্ম নিবন্ধন ও ভোটার আইডি দেয়া হয়না প্রয়োজনে বঙ্গভবনের ঠিকানা ব্যবহার করে তাদের জন্ম নিবন্ধন ও ভোটার আইডি দেওয়া হবে। পথবাসী,ঝুঁপড়িবাসী,বস্তিবাসীর যেকোন উন্নয়ন ও অধিকার আদায়ে আমরা সাথে আছি।

এছাড়াও নাগরিক ঐক্যরে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীর বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ¯স্নিগ্ধা রেজওয়ানা, বাংলাদেশ জাসদ এর প্রেসিডেন্ট মেম্বার ডা. মোস্তাক হোসেন, উন্নয়ন গবেষক আমিনুর রসুল এ সমাবেশে সংহতি প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪: নগর অতি দরিদ্রদের পক্ষে কাপ’র দাবি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বৈষম্য নিরসনে নগর অতি দরিদ্রদের নাগরিক অধিকার ও আর্থসামজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে অংশীজনের বিবেচনা ও রাষ্ট্রের কাছে নিম্নলিখিত সুপারিশ করছি-

১. নগর গৃহহীন অতি দরিদ্র জনগণের জন্য আবাসন ও বসতি নিশ্চিত করা
২. নগর পথবাসী,ঝুঁপড়িবাসীদের নাগরিক পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ ভোটাধিকার নিশ্চিত করা
৩. নগর অতি দরিদ্রদের বৈষম্য নিরসন ও আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রের সামাজিক সুরক্ষা সেবাসহ উন্নয়নমূরক কার্যক্রম নিশ্চিত করা
৪. নগর দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা
৫. নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো স্থায়ীত্বকরণের মাধ্যমে বিশেষ করে নগর দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত
৬. বস্তি এলাকায় বর্জ্য অপসারণসহ নগরসেবার অধিকার নিশ্চিত করা
৭. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং যারা আহত তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা।
প্রেস বিজ্ঞপ্তি