বন্যা মোকাবেলায় দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নেয়া হোক
গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই, চেল্লাখালী ও নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা এবং শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় ১৬৩ গ্রাম প্লাবিত হয়েছে। যেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী।
এ বন্যায় ইতিমধ্যে কয়েক জনের প্রাণহানিসহ নিখোঁজের ঘটনা ঘটেছে। এছাড়া কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামারসহ বাড়িঘর তলিয়ে গেছে। ভেঙেছে ব্রীজ ও রাস্তাঘাট। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি খাবার সংকটও দেখা দিয়েছে। নেই ইলেকট্রিসিটি ।
ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে যাচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। বন্যাকবলিত অঞ্চলগুলোতে দ্রুত উদ্ধার কাজ বেগবান করার পাশাপাশি খাবার,বিশুদ্ধ পানি, মোম, শিশুখাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরবরাহ করা হোক এবং বন্যা মোকাবেলায় দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নেয়া হোক।