অন্যান্যঅর্থনীতিআন্তর্জাতিকজাতীয়রাজনীতিশিক্ষা ও সংস্কৃতি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার

অনলাইন ডেক্স : ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এয়ারলাইন ট্র্যাকার অনুযায়ী বাংলাদেশি একটি হেলিকপ্টার ভারতের ঝাড়খন্ড ক্রস করতে দেখা গেছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, শেখ হাসিনা পশ্চিমবঙ্গে গেছেন। কিন্তু ফ্লাইট ডাটা অনুযায়ী তাদের বহনকারী হেলিকপ্টার পশ্চিমবঙ্গ রাজ্য ক্রস করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।