জাতীয়

বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা নিয়ে এলো IWS অনলাইন স্কুল

মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন,ঢাকা ঃ- ২০ নভেম্বর ২০২৪: বাংলাদেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে এসেছে IWS অনলাইন স্কুল। যেটি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের (ক্লাস ওয়ান থেকে এ লেভেল) জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হতে চলেছে।

প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে। এটি

শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল দিয়ে থাকে। IWS অনলাইন স্কুল ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং

প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা প্রমাণ করে

স্কুলটির প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানের।

IWS অনলাইন স্কুল ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ব্রিটিশ কারিকুলামে অভিজ্ঞ শিক্ষক দিয়ে শিক্ষাদান করে। সম্প্রতি বাংলাদেশে স্কুলটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান; একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান; যমুনা ব্যাংক পিএলসির এসভিপি, হেড অফ এসএমই মার্কেটিং মো. শরিফুল আহসান; প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টিম হেড মোহাম্মাদ সালাউদ্দিন হাজারী; বিকাশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক, ও সিএস মেটা (CS Meta) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মিস শিরিন জাহান ও চিফ টেকনিক্যাল অফিসার সাজ্জাদ হুসাইন ফারহান।

অনুষ্ঠানে ফিলিপাইন সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) প্রতিনিধিত্বকারী জনাব জোয়ে দে লা ক্রুজকে স্বাগত জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোর ডি সলিউশনের ম্যানেজিং পার্টনার মো. মনিরুল হাসান; প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. আবু সৈয়দ (টিটো) এবং মাই ইউনিফর্মের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে IWS অনলাইন স্কুলের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রধান ম্যাট ভিকারি বলেন, IWS অনলাইন স্কুল নতুন প্রজন্মের ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে অনেক জনপ্রিয়। তিনি উন্নত ও টেইলর-মেড প্রযুক্তির প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষার নিশ্চয়তা দেন।

অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং সিমুলেটেড রিয়েলিটি (SR) ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকে IWS অনলাইন স্কুল। এছাড়াও প্রতিষ্ঠানটি ক্যারিয়ার কাউন্সেলিং, একাডেমিক উন্নয়ন, এবং যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, গেমস, এবং বিভিন্ন ফান অ্যাকটিভিটিস ছাড়াও IWS অনলাইন স্কুল সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে, যা শিক্ষার্থীদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে IWS অনলাইনের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সিএস মেটা (CS Meta)

লিমিটেড। এটি যুক্তরাজ্যের বিখ্যাত আইটি হাবভিত্তিক গ্লোবাল সিএস ভ্যালির (CS Valley) সহযোগী প্রতিষ্ঠান, যা One Canada Square, Canary Wharf, London, England-এর লেবেল 39-এ অবস্থিত। CS Meta Limited সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://csmela.pro/#iwsonlineschool

সিএস ভ্যালির (CS Valley) সহযোগিতায় IWS অনলাইন স্কুল একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বগুণ ও মেধা যাচাইয়ের ভিত্তিতে বাংলাদেশের

শিক্ষার্থীদের আংশিক এবং সম্পূর্ণ স্কলারশিপ দেবে।