জাতীয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার ঝুলন্ত লাশ

অনলাইন ডেক্স: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) মোস্তাইন কবির সোহেল (৪৫) ঝুলন্ত লাশ তাঁর কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে আমরা দ্রুত পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তার মৃত্যুর খবর জানাজানি হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন, চিরকুট, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্রসহ কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। চিরকুটে কী লেখা আছে, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওই কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করেন। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের এক শ্রমিক প্রথমে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে ওই শ্রমিক সবাইকে ঘটনাটি জানান।

ওই কর্মকর্তার স্ত্রী বলেন, মোস্তাইন কবীর সকাল সাড়ে সাতটার দিকে বাজার করার জন্য বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, ‘আমরা টেবিলের ওপরে পায়ের ছাপ পেয়েছি। এ ছাড়া ঘটনাস্থলে দুটি চিঠিও পাওয়া গেছে, যেগুলো পুলিশের কাছে আছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, লাশটি ওই কর্মকর্তার কার্যালয়ের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।