বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ইফতার আয়োজনস্থল পরিষ্কার
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি অসহায়, দরিদ্র ও এতিমদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ইফতার শেষে, সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পুরো আয়োজনস্থল, আশপাশের এলাকা এবং ব্যবহৃত সামগ্রী পরিচ্ছন্ন করেন। “পরিচ্ছন্নতা ঈমানের অংশ”—এই নীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা কোনো নির্দেশনার অপেক্ষা না করেই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন,“ছাত্রদল সবসময়ই মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে। ইফতারের আয়োজন যেমন আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক কর্তব্য। ছাত্রদলের কর্মীরা সবসময় দেশপ্রেম, শৃঙ্খলা এবং মানবিকতার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ছাত্রদল এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও আশেপাশের মানুষের প্রশংসা কুড়িয়েছে ছাত্রদলের এই উদ্যোগ।