বাহাদুর শাহ পার্কে চুলা জ্বালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উদ্বোধনের নামে গ্যাসের চুলা জ্বালানো বন্ধের দাবিতে কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব আক্তারুজ্জামান খাঁন এক যুক্ত বিবৃতিতে উদ্বোধনের নামে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য ধ্বংস করে মেয়রের উপস্থিতিতে গ্যাসের চুলা জ্বালানোর কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ লক্ষ্যে বাহাদুর শাহ পার্কের সামনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচিতে সামিল হোন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, বাহাদুর শাহ পার্ক-এ রেস্তোরার চুলা জ্বালিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, শহীদ বেদির মর্যাদা হানি রক্ষা করতে হবে সকল সচেতন নাগরিককে। এ পার্ক সংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও লক্ষাধিক ছাত্রছাত্রীসহ এলাকার জনগণের জগিং করা ও সাংস্কৃতিক কার্যক্রমের একমাত্র স্থান। এটি শুধু পার্ক নয় ১৮৫৭ সালের ব্রিটিশ বিরোধী সিপাহি জনতার সংগ্রামের শহীদ বেদী। এই পার্ক রক্ষা করা সকল দেশ প্রেমিক জনতার নৈতিক দায়িত্ব বলে নেতৃবৃন্দ মনে করেন।
প্রেস বিজ্ঞপ্তি)