বিএডিসির সাবেক স্টাফ ও সাংবাদিক সাদীর পিতা নুরুল হক শোক শ্রদ্ধায় সমাহিত
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ার বাসিন্দা বিএডিসির সাবেক স্টাফ ও লেখক আমিনুল হক সাদীর পিতা মো: নুরুল হক শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন। নয়াপাড়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জানাজার নামাজে মহিনন্দ ইউপির চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনসুর আলী, সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মবর্তা সিদ্দিকুর রহমান, কৃষি বিভাগের রোকন উদ্দিন, মহিনন্দ মিছবাহুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল মাও.আশরাফ আলী, মাও, আলী হোসাইন, সুরাটী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আ. কদ্দুছ, প্রভাষক আবুল হাশেম, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও.শফিকুল ইমলাম শাহজাহান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ নিউজের জেলা প্রতিনিধি ও মানব জমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবীব রেজা, সভাপতি নাট্যকার আজিজুর রহমান, নিরাপদ সডক চাই জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শফিক কবীর, কোষাধ্যক্ষ ফারুকুজ্জামান, ইউএনবির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ফকির মতি, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আবুল কাশেম, আসাদুজ্জামান আসাদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপনসহ রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত গত বুধবার সন্ধা ৬ ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।