বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
বিশ্ব দৃষ্টি দিবস (ডব্লিউএসডি) হলো নিবারণযোগ্য অন্ধত্ব প্রতিরোধে আন্তর্জাতিক
সচেতনতা গড়ে তোলার দিবস। প্রতিরোধযোগ্য এমন অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতার
বৈশ্বিক সমস্যা প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয়
বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। সে মতে এবারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে
অক্টোবরের ১০ তারিখ।
বিশ্ব দৃষ্টি দিবসের এবছর প্রতিপাদ্য বিষয় ছিল “আপনার শিশুর চোখের যত্ন নিন, শিশুদের চোখের যত্ন নিন। ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল অন্ধত্ব নিবারণে বিশ্বব্যাপী প্রচেষ্টার এ উদ্যোগ উদযাপন করে এবং নিবারনযোগ্য অন্ধত্ব রোধে সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষে ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে রয়েছে “সুস্থ্য দৃষ্টির জন্য দৌড়’’ (মিনি ম্যারাথন) প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, র্যালি ও আলোচনা সভা। ১৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য “সুস্থ্য দৃষ্টির জন্য দৌড়’’ নামে একটি জমকালো রঙিন মিনি ম্যারাথন আয়োজন করে। শিশুদের জন্য চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা তৈরি করা এই দৌড়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
জয়নুল আবেদীন পার্ক,ময়মনসিংহ থেকে দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক দিয়ে চলে। ৮৪৮ জন শিশু-কিশোর ৫ কি.মি সড়ক “সুস্থ্য দৃষ্টির জন্য দৌড়” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতার অংশ গ্রহণকারী /বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়। “সুস্থ্য’ দৃষ্টির জন্য দৌড়” প্রতিযোগিতা অনুষ্ঠানে ময়মনসিংহের প্রবীন ক্রীড়াবিদ
দেলওয়ার হোসেন চৌধুরী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়াবিদ ফিরোজা খাতুন উপস্থিত থেকে শিশুদের উৎসাহ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি