জাতীয়রাজনীতি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাঙচুর;পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

গৌরীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহর ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুন:রায় হামলার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার(৮ জানুয়ারি/২৫) সংবাদ সম্মেলন করছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। তিনি বলেন, ২০১৮সনে নির্বাচনে এ আসনে ধানের শীষের মনোনয়ন পান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। সে নির্বাচনে মনোনয়নবঞ্চিত হয়ে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন। তার ভাইও দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলো।
তিনি আরও বলেন, গত সোমবার (৬ জানুয়ারি/২৫) যুবদল নেতার সন্তানের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মী হামলা করেছে। শুধু তাই নয়; এ ঘটনার প্রতিবাদে ওই রাতে বিক্ষুব্দ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে সেখানেও হামলা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মেদ (ভিপি ফারুক), আব্দুর রহমান বাবুল, মাইনুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, যুবদল নেতা আতাউর রহমান তারা, শাকিব মুনশী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার প্রমুখ॥

অপরদিকে এ অভিযোগ প্রত্যাখান করে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ মঙ্গলবার (৭ জানুয়ারি/২৫) গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে তিনি (ইঞ্জিনিয়ার ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ায় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার আমার বা আমার সমর্থক নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গাড়ি বহর নিয়ে নিজ ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় গেলে দুর্বৃত্ত্বরা গাড়ি বহরে হামলা চালায়। এতে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তার সঙ্গে থাকা প্রায় ১০জন নেতাকর্মী আহত হন।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন জানান, যারা হামলা করেছেন তাদের অনেকেই পরিচিত। ওরা বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের লোকজন। তিনি আরও জানান, হামলায় তাকে বহরকারী প্রাইভেটকার লাঠিসোটা ও রামদা দিয়ে উপর্যুপুরি কুপিয়ে ভাংচুর করা হয়েছে। ৭-৮টি মোটর সাইকেলও ভাংচুর করা হয়েছে। আহত নেতাকর্মীদের গৌরীপুর ও ময়মনসিংহে চিকিৎসা নিয়েছেন।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ঘটনার খবর পেয়ে দুর্ঘস্থলে গিয়েছি। এখন পর্যন্ত (বুধবার, সন্ধ্যা ৭টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।