অন্যান্যজাতীয়রাজনীতি

বিএনপি দূর্বৃত্তপণা রাজনীতিতে বিশ্বাসী নয়- সাবেক বিগ্রেডিয়ার শামসুল ইসলাম শামস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দূর্বৃত্তপণা রাজনীতিতে বিশ^াসী নই, তারা দেশ ও জনগণের রাজনীতিতে বিশ্বাসী। তাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একজন আপোষহীন নেত্রী। তিনি স্বৈরাচার শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার ব্যক্তি নয়। দূর্বৃত্তপণা ও সহিংসতা রাজনীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান বিএনপি ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যার পর ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা ও ড. ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) এ.কে.এম শামসুল ইসলাম শামস (পিএইচডি,পিএসসি,জি) ওরফে সূর্য্য এসব কথা বলেন।

প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মো. হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যে রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি কেউ করবেনা। আমরা গণতন্ত্রে বিশ^াসী। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ আরেকটি বিজয় লাভ করেছে। দেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে। শুধু তাই নয়, গণমাধ্যমও আজ স্বাধীন। তাই উপস্থিত সকল সাংবাদিককে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের আপদে-বিপদে শতভাগ পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এসময় প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।