জাতীয়

বিজয় উৎসবের মাসে গৌরীপুরে স্বজনের জাতীয় পতাকা মিছিল

গৌরীপুর প্রতিনিধি : মহান বিজয় উৎসবের মাসের প্রথম দিনে ‘মুক্তিযুদ্ধের চেতনা-বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রেরণা’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১ ডিসেম্বর/২৪) জাতীয় পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসারর শিক্ষক মো. মাহবুব আহমেদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি’র সাবেক সার্জেন্ট গোলাম মোস্তফা সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, ফয়সাল আহমেদ, শাকাওয়াত হোসেন, মো. মনির হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আফ্রিদি হাসান নিরব, মো. হারুন মিয়া প্রমুখ।