বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহে বইমেলা;বিক্রিতে শীর্ষে শিশুতোষ বই
গৌরীপুর প্রতিনিধি ঃ বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর ঐতিহাসিক শহিদ হারুন পার্কে সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল। সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজান কমল কুমার রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান জামান, বাংলাদেশ ইসলামি আন্দোলন গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মো. ইমরান, বিশ্বসাহিত্য কেন্দ্রের গৌরীপুরের সাবেক সংগঠক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নূর মোহাম্মদ সিদ্দিকী, বিশ^ সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি মানিক মিয়া, মো. রবিন মিয়া প্রমুখ।
ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল জানান, এ মেলায় প্রায় ৭হাজার বই রয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলচে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত বিক্রিতে শীর্ষে শিশুতোষ বই। শেষ দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।