ব্যবস্থাপনা পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অস্বীকার করেছে ব্র্যাক ব্যাংক
সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত এক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেনের কিছু অনভিপ্রেত বক্তব্যের প্রতি ব্যাংকের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ তাঁর সেই বক্তব্যের সঙ্গে একমত নয় বিধায় সেসব তাঁর ব্যক্তিগত বক্তব্য বলে গণ্য করে, যার সঙ্গে ব্যাংকের কোনো সংশ্রব নেই।
তথাপি সেলিম হোসেনের মন্তব্যের ফলে সৃষ্ট বিভ্রান্তির জন্য ব্যাংক গভীরভাবে দুঃখিত। এবিষয়ে সকল সংশ্লিষ্ট মহলকে আশ্বস্ত করা যাচ্ছে যে সেলিম হোসেনের সকল বক্তব্য ব্র্যাক ব্যাংকের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না। আমরা স্বীকার করি যে এসব মন্তব্য আমাদের অংশীজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের কারণ হতে পারে। ব্র্যাক ব্যাংক সকল অংশীজনের, বিশেষ করে ব্যাংকিং খাতের অভিভাবক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সহযোগিতামূলক ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং একই সঙ্গে দেশের আর্থিক খাতের চলমান স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক তার সমস্ত লেনদেন ও আচরণে পেশাদারিত্ব, সততা এবং স্বচ্ছতার সর্বোচ্চ মান বজায় রাখতে সদা সচেষ্ট। ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে আর না ঘটে এবং অংশীজনদের আস্থা বরাবরের মতো বজায় থাকে তা নিশ্চিত করতেও ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে একটা দৃঢ় ও কার্যকর সম্পর্কের প্রতি ব্র্রাক ব্যাংক সবসময় শ্রদ্ধাশীল এবং ব্যাংকিং খাতের অব্যাহত উন্নয়ন ও সাফল্য নিশ্চিত করার জন্য ইতিবাচক ও গঠনমূলক পদ্ধতিতে সকল অংশীজনের সঙ্গে সহযোগিতা করতে সদাপ্রস্তুত।
প্রেস বিজ্ঞপ্তি