অন্যান্যআন্তর্জাতিকজাতীয়

ব্যাটালিয়ন ৩১ বিজিবি কর্তৃক দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে ৮ জানুয়ারি ১০০টি কম্বল বিতরণ করা হয়। একই সাথে চারুপাড়া, বিজয়পুর, লেংগুড়া এবং পাঁচগাঁও সহ প্রত্যন্ত সীমান্তবর্তী স্থানে বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আরও ২০০টি কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম এবং সহকারী পরিচালক মোঃ আউয়াল হোসেনসহ অন্যান্য পদবীর বর্ডার গার্ড সদস্যগণ।

চলতি শীতে মৌসুমে জুড়ে বিজিবি সদর মোতাবেক এ ধরণের শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক জানান।