অন্যান্যরাজনীতি

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি : বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বি এনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাসির গ্লাস এলাকায় মিছিলটি বের করেন।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোরশেদ আলম ও যুগ্ম আহবায়ক সালাউদ্দিনের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের নাছির গ্রাস থেকে শুরু করে স্কয়ার মাষ্টার বাড়ি গিয়ে শেষ হয়।

অপরদিকে ৬ ডিসেম্বর রাতে ভালুকায় অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ।

অন্যদিকে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক আলী রাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *