অন্যান্যজাতীয়রাজনীতি

ভাষা শহীদদের স্মরণে ময়মনসিংহ মহানগর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

শহর প্রতিনিধি ময়মনসিংহঃ ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর চরপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

তিনি বলেন,ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্যসন্তান। তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহপাক যেন ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন,ভাষা শহীদদের অবদান আমাদের ভুলে গেলে চলবেনা।তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা মায়ের ভাষায় কথা বলি। সুতরাং ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে প্রাণে লালন করতে হবে।

আলোচনা সভায় আসাদুজ্জামান সোহেল বলেন,ভাষা শহীদরা ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আমাদের উচিত ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা করা। তাহলেই শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।

এসময় আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।