অন্যান্য

ভয়েসের উদ্যোগে বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্যের বিস্তার রোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা

স্টাফ রিপোর্টার ঃ ভয়েসেস ফর ইন্টারএ্যাকটিভ চয়েস এন্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) এর উদ্যোগে বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্যের বিস্তার রোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা গত ২৮-২৯ আগষ্ট দুদিনব্যাপী আদাবর, ঢাকার পদক্ষেপ প্রশিক্ষণ সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন তরুণ অংশগ্রহণ করে।

বর্তমান বিশ্ব এক ভার্চুয়াল জগতে প্রবেশ করেছে। যেখানে এ সাইবারস্পেসটি ব্যবহার করছে তরুণ নেটিজেনরা। সাইবারস্পেসে বিভিন্ন সফটওয়্যার এবং এপ্লিকেশনের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় সরব হচ্ছে নেটিজেনরা। তাই এ স্পেসটি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন। কর্মশালায় বিদ্বেষমূলক বক্তব্য, কুতথ্য, গুজব, সোস্যাল মিডিয়া ক্যাম্পেইন, মোবাইল জার্নালিজম, কনটেন্ট তৈরি,ফ্যাক্ট চেকিং এর কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস,ব্লকচেইন, ডিজিটাল ডেমোক্রেসি, ডাটা প্রটেকশন নিয়েও তরুণদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার সাইমুম রেজা পিয়াস, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, জ্যোতি চট্টপাধ্যায়, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, জায়েদ সিদ্দিকী, আফতাব খান শাওন।
দুদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *