অন্যান্য

মমেকহা’তে শতভাগ চিকিৎসাসেবা প্রদানের দাবী সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের

গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এক বিবৃতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মমেকহা) শতভাগ চিকিৎসাসেবা প্রদানের দাবী জানিয়েছে। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের এক যুক্ত বিবৃতিতে সভাপতি আব্দুল হান্নান আল আজাদ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ বলেন,বৃহত্তর ময়মনসিংহবাসীর অসুস্থতাজনিত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ভরসাতুল্য চিকিৎসালয়। ময়মনসিংহবাসী মনে করেন,ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল এতদঞ্চলের মানুষজনকে উন্নত চিকিৎসাসেবা দিয়ে যাবে। এমন একটি বিশ্বাস ও আস্থার চিকিৎসালয় ময়মনসিংহ মেডিকেল। এই ভরসাতুল্য, বিশ্বাস ও আস্থার চিকিৎসালয়ে চিকিৎসাসেবা সংক্রান্ত অচলাবস্থার চিত্র পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হতে দেখে ময়মনসিংহবাসী আশাহত হয়েছেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, মেডিকেলের দেয়ালে দেয়ালে শতভাগ ওষুধ দেয়া হয় লেখাসম্বলিত স্টিকার শোভা পেলেও এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকলেও বেশিরভাগ ওষুধ বাইরের ফার্মেসী থেকে কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। এমনকি, কিছু ইঞ্জেকশন যা সর্বাস্থায় জরুরী এবং সবসময় সরকারিভাবেই সরবরাহ করার কথা থাকলেও সেগুলোও পাওয়া যাচ্ছে না। কিনতে হচ্ছে বাইরে থেকে। ডাক্তাররা চিকিৎসাপত্রে প্রায় বেশিরভাগ ওষুধই বাইরে থেকে কিনে আনার জন্য লিখে দিচ্ছেন। চিকিৎসার জন্য আগত মানুষজনকে ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকে ডাক্তার দেখানোর সিরিয়াল না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অচলাবস্থার বিভিন্ন চিত্র ভূক্তভোগীরা তুলে ধরছেন। এমন অসংখ্য অচলাবস্থার চিত্র আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়মনসিংহবাসী ভরসাতুল্য এই চিকিৎসালয়ের অচলাবস্থা নিরসন চায়।

বিবৃতিতে সমাজ রূপান্তরের সংগঠকবৃন্দ আরো বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার প্রাপ্তির লক্ষে চিকিৎসার নিমিত্তে বৃহত্তর ময়মনসিংহবাসী ছুটে আসেন এই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব আগত চিকিৎসাপ্রার্থীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা। এর ব্যত্যয় কখনো কাম্য হতে পারে না।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *