অন্যান্য

ময়মনসিংহের ভালুকায় কিশোরী ধর্ষণের মামলায় সৎপিতা র‍্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ কিশোরী ধর্ষণের মামলায় সৎপিতা র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ০৭/১২/২০২২ ইং তারিখ রাতে ময়মনসিংহ জেলার ভালুকার সিডস্টোর এলাকা থেকে উক্ত মামলার একমাত্র আসামী মোঃ সিরাজ উদ্দিন (৪৫), পিতা- মোঃ কালু মিয়া, সাং- পাঁচগাঁও, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করে র‍্যাব ১৪।

র‍্যাব সূত্রমতে, গত ০৩ মার্চ ২০২২ ইং তারিখ অনুমান রাত ১১.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকায় সৎ পিতার বাড়িতে অবস্থানকালে ১২ বছরের জনৈক কিশোরী সৎ পিতার দ্বারা ধর্ষিত হয়। ধর্ষণের ফলে ভিকটিমের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পরে জানতে পারে যে, ভিকটিম বর্তমানে অনুমান ০৮ (আট) মাসের অন্তঃসত্ত্বা। এর পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী মোঃ সিরাজ উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত ০৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত ০৯.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ভিকটিমের মাকে অনুমান ০৭ বছর পূর্বে ভিকটিমসহ বিবাহ করে। বিবাহের পর হতে ভিকটিম আসামীর বাড়ীতে তার মায়ের সাথে বসবাস করে আসছে। ভিকটিমের মা ফ্যাক্টরীতে ডিউটিতে থাকা সুযোগে আসামী ভিকটিমকে বিভিন্ন তারিখ ও সময়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিমের মা ধর্ষণের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানায় এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি মামলা দায়ের করে।
র‍্যাবের হাতে গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *