ময়মনসিংহের শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গফরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গত বুধবার সকালে মৃত্যুঞ্জয় স্কুল হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শিক্ষক সমিতির
সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার।
ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ আনোয়ার উদ্দিন, মোঃ আলা উদ্দিন, মোঃ আওসাফুর রহমান, একে আজাদ, একেএম জহির, মোঃ নাজমুল হক, মোঃ মোখলেসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।