অন্যান্যজাতীয়

ময়মনসিংহে অরক্ষিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়নের দাবীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন পার্কে অবস্থিত অবহেলিত অরক্ষিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসক, ময়মনসিংহ এর মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। ৩১ জানুয়ারি ২০২৪ বেলা ১১ টায় সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গমন করে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আরিফুল হক মৃদুল।

স্মারকলিপি প্রদানকালে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সংগঠকবৃন্দ বলেন, আমরা গত ১৬ ডিসেম্বর ২০২০ হতে এই অবহেলিত বধ্যভূমিটি সংরক্ষণের দাবী জানিয়ে আসছি। বিভিন্ন কর্মসূচী পালন করছি। বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করছি। কিন্তু দীর্ঘ ৩ বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি বধ্যভূমিটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম দৃশ্যমান হয়নি। স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের লক্ষে কার্যক্রম গ্রহণ করবেন বলে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের প্রতিনিধি দলকে অবহিত করেন।

স্মারকলিপি প্রদানকালে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সংগঠক বীরমুক্তিযোদ্ধা মো: শামসুজ্জামান,আব্দুল হান্নান আল আজাদ, মো: কামরুল ইসলাম, ফারুক আহমেদ খান, ওসমান ফারুক, মো: রেজাউল ইসলাম আকাশ, মো: আলমগীর হোসেন বীর, আহসান কাদের মাহমুদ (কাদের ভুঁইয়া), নাজমুল হাসান (রাজু খান), শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ, মনিরুল ইসলাম রাকিব, ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

One thought on “ময়মনসিংহে অরক্ষিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়নের দাবীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের স্মারকলিপি প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *