জাতীয়

ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এহেমার রাজা

শহর প্রতিনিধি : অসহায় মানুষের পাশে সাধ্যঅনুযায়ী সব সময় পাশে থাকেন তরুণ ক্রিকেটার এহেমার হোসেন রাজা। এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর দুপুরে, ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এই তরুণ ক্রিকেটার।

এ সময় প্রায় ২০০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। এ সময় রাজার সাথে ছিল এক ঝাঁক তরুণ যুবক, তরুণ উদ্যোক্তা শাহরোজ ফারদি, সাংবাদিক আলাদিন সানিসহ অন্যান্যরা।

খাবার পেয়ে আনন্দিত অসহায় ছিন্নমূল মানুষেরা। এই সময় তাদের সাথে কথা বললে তারা জানায় সব সময় রাজা ভাই আমাদের পাশে ছিল এবং আছে, আমরা দোয়া করি তিনি যেন আমাদের পাশে সবসময় এভাবেই থাকতে পারেন।

এহেমার হোসেন রাজা যিনি দীর্ঘদিন যাবত অসহায় ছিন্নমূল এবং বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে নিজের স্বার্থ অনুযায়ী, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।

এতে করে অনেক পরিবারের মানুষ ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মে পেয়েছেন। আর তার মাধ্যমে আয় করে নিজের জীবিকা নির্বাহ করছেন অনেকেই। রাজা দীর্ঘদিন যাবত কাজ করছেন এইসব অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য।

এহেমার হোসেন রাজার সাথে কথা বললে তিনি বলেন, আমার এই ক্ষুদ্র আয়োজনটি শুধু আজকের নয়। আমি দীর্ঘদিন যাবত তাদের পাশে আছি এবং আমার যতটুকু সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা জেনে থাকবেন আমি ইতিমধ্যেই অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, যারা এখন নিজেরাই ইনকাম করে পরিবারের সবাইকে নিয়ে সুখে জীবন যাপন করতে পারছেন। কেউ পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছিলেন,কেউবা ছিলেন বেকার, আজকে তো তাদের জায়গায় আমি নিজেও থাকতে পারতাম,আমি সবসময় আমার নিজেকে দিয়ে মানুষের খষ্টগুলোকে উপলব্ধি করি এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি যেন সবসময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।