অন্যান্য

ময়মনসিংহে এলজিইডি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এলায়েন্স গঠন

শহর প্রতিনিধি ঃ তত্বাবধায়ক প্রকৌশলী ইসমত কিবরিয়া নারীদের কর্মক্ষেত্রে কর্মপরিবেশ সৃস্টির জন্যে পুরুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার বেলাা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ এর কামরুল ইসলাম ছিদ্দীক প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উদ্যোগে এলজিইডি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এলায়েন্স গঠন সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন নারীদের কর্মক্ষেত্রে পুরুষদের সহভাগিতা /অংশগ্রহন থাকলে সংসারে অর্থনৈতিক উন্নয়ন খুব সহজেই সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি একযোগে সকলকে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী এনায়েত কবীর, ব্রীজ মেইনটেইন্স ইঞ্জিনিয়ার মোঃ মোকসেদ আলী, সার্ভে স্পেশালিস্ট মোঃ মোস্তাফিজুর রহমান, ফিল্ড রেসিডেন্স ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান খান, অকোপেশনাল হেল্থ সেপটি অফিসার প্রমুখ।

One thought on “ময়মনসিংহে এলজিইডি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এলায়েন্স গঠন

  • Besides working on the neurotransmitter serotonin, these drugs inhibit an enzyme called 2D6, necessary to convert tamoxifen into its main active metabolite, endoxifen precio de priligy en mexico

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *